প্রিন্ট এর তারিখঃ May 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2025 ইং
জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।

জসিম উদ্দিন
জুড়ী উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজার জেলার জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রেজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাছুম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু ও হাজী হেলাল উদ্দিন প্রমূখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোঃ ইসহাক আলী, আপ্তাব আলী, মোঃ ফাতির আলী ও মোহাম্মদ আজাদ মিয়া, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম তোলা ও মোঃ নুরুল ইসলাম জুবেল, সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন, বিল্লাল হোসেন, চিকন মিয়া ও আব্দুর রব সেবুল প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে সভাপতি পদে মোঃ ইসহাক আলী ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম জুবেল ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Todaysylhet24.com